০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চাঁদার টাকা না পেয়ে তাণ্ডব! প্রবাসীর পরিবারে হামলা, থানায় জিডির পরও অব্যাহত হত্যার হুমকি!

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, যশোর: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীর পরিবারে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় জিডি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। উল্টো তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানার স্ত্রী রাশেদা বেগম যশোর কোতোয়ালী থানায় অভিযোগ করেছেন। তিনি জানান, গত ১৪ মার্চ প্রতিবেশী আজিজুল ইসলাম তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ মার্চ দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী গ্রামের বরকত সরদারের ছেলে আজিজুল ও সিরাজুল এবং আমীর সরদারের ছেলে শিমুল ও তৌহিদ জোরপূর্বক ঘরে ঢুকে ৪০ হাজার ৮০০ টাকা ও সোকেজ থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।

এ সময় বাধা দিলে প্রবাসীর শ্বশুর আবু কালাম ও ছেলে আলফাজকে মারধর করা হয়। তাদের মাথায় আঘাত করা হয় এবং হুমকি দেওয়া হয় যে, যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বড় ধরনের ক্ষতি করা হবে।

রাশেদা বেগম আরও বলেন, “আমার শ্বশুর ও ছেলেকে মারধরের সময় আমি ঠেকাতে গেলে সন্ত্রাসীরা আমার শ্লীলতাহানির চেষ্টা করে। শুধু এবার নয়, এর আগেও তারা আমাদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় বারবার পার পেয়ে যাচ্ছে।”

ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই তারা আরও বেশি ভয়ভীতির মধ্যে রয়েছেন। যে কোনো সময় তারা হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আজিজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ তাপস কুমার জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
১২১

চাঁদার টাকা না পেয়ে তাণ্ডব! প্রবাসীর পরিবারে হামলা, থানায় জিডির পরও অব্যাহত হত্যার হুমকি!

আপডেট: ০৩:১৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

সাব্বির হোসেন, যশোর: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীর পরিবারে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় থানায় জিডি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। উল্টো তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী প্রবাসী মাসুদ রানার স্ত্রী রাশেদা বেগম যশোর কোতোয়ালী থানায় অভিযোগ করেছেন। তিনি জানান, গত ১৪ মার্চ প্রতিবেশী আজিজুল ইসলাম তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ মার্চ দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী গ্রামের বরকত সরদারের ছেলে আজিজুল ও সিরাজুল এবং আমীর সরদারের ছেলে শিমুল ও তৌহিদ জোরপূর্বক ঘরে ঢুকে ৪০ হাজার ৮০০ টাকা ও সোকেজ থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।

এ সময় বাধা দিলে প্রবাসীর শ্বশুর আবু কালাম ও ছেলে আলফাজকে মারধর করা হয়। তাদের মাথায় আঘাত করা হয় এবং হুমকি দেওয়া হয় যে, যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বড় ধরনের ক্ষতি করা হবে।

রাশেদা বেগম আরও বলেন, “আমার শ্বশুর ও ছেলেকে মারধরের সময় আমি ঠেকাতে গেলে সন্ত্রাসীরা আমার শ্লীলতাহানির চেষ্টা করে। শুধু এবার নয়, এর আগেও তারা আমাদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আসামিরা প্রভাবশালী হওয়ায় বারবার পার পেয়ে যাচ্ছে।”

ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই তারা আরও বেশি ভয়ভীতির মধ্যে রয়েছেন। যে কোনো সময় তারা হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আজিজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ তাপস কুমার জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”