যশোরে ইজি শোরুমে ২ নারী চোর ধরা
সানজিদা আক্তার সান্তনা : যশোরের মুজিব সড়কের ইজি শোরুমে থেকে পণ্য চুরি করতে গিয়ে দুই নারী হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, শহরের বেজপাড়া পুজারমাঠ এলাকার রফিকের স্ত্রী রিনা ও একই এলাকার আমির হোসেনের স্ত্রী নাছিমা বেগম।
ইজি শোরুম কর্তৃপক্ষ জানান, ওই দুই নারীসহ আরও চারপাঁচজননারী শুক্রবার (২১ মার্চ) দুপুরে তাদের শোরুমে যান। তাদেরকে অনেকগুলো পণ্য দেখানো হয়। এসময় তারা একেক সময় একেক রকম কথা বলে বিভ্রান্ত করতে থাকেন। এরমাঝে তারা তাদের সাথে থাকা ব্যাগগুলোতে কাপড় ভরে ফেলে। এসময় তাদের একজন কর্মচারী দেখে ফেলেন।
ওই দুই নারীকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া পণ্য। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, তারা সংঘবদ্ধ নারী চোরচক্রের সদস্য। পুলের হাটে ওয়াজ মাহফিলের চুরির সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।