নীলফামারীতে স্টিলের আলমারির তালা কেটে প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি
নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে আনোয়ার হোসেনের বড়ির আলমারির তালা কেটে তিন লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নে তরনীবাড়ী গ্রামের দক্ষিণ কুঠিপাড়া এলাকায় বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় ঘরের জিনিসপত্র টাকা গহনা ও বাড়ির আইপিএস ব্যাটারীসহ চুরি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, ভোরে মসজিদের মসল্লিরা নামাজ শেষে বাসার সামনে দিয়া যাওয়ার সময় দেখতে পায়। বাড়ির ওয়াল গেট খোলা তখন সন্দেহ হওয়ায় ভিতরে প্রবেশ করে ঘরের গেটেও খোলা দেখতে পায় না মুসল্লিরা। ঘরের আসবাব পত্র আলমারী ট্রাক সুকেস সবেই খুলে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় চোরেরা।
পরে প্রতিবেশিরা আমাকে ফোন করে জানালে, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে দেখিতে পাই আমার ঘরের সব জিনিসপত্র টাকা গহনা ও বাড়ির আইপিএস এবং ব্যাটারী সহ আনুমানিক তিন লক্ষ টাকা মুল্যের মালামাল চুরি হয়ে যায়।
ভুক্তভোগী আনোয়ার হোসেন জানায়, আমি একটি বেসরকারি ব্যাংকের চাকরি করি। ছেলে মেয়েদের পড়াশোনা জন্য পরিবারকে নিয়ে শহরে ভাড়া বাসা থাকি। প্রতি সপ্তাহে গ্রামে বাড়ীতে আসি। চুরির সংবাদ পেয়ে বাসায় এসে দেখি, ঘরের ভেতরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো। কিন্তু চোরেরা আলমারির তালা ভেঙে টাকা, গহনা ও বাড়ির আইপিএস এবং ব্যাটারী মালামাল চুরি হয়ে যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, বিগত দিনের চুরির বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। চুরির বিষয়টি আমি অবগত। ওখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হব।