০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্তের ৬২তম জন্মজয়ন্তী ও সন্তোষ মেলা শুরু

নিউজ ডেস্ক

বি.এম বিল্লাল হোসেন,রাজগঞ্জ : সোমবার ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ইং ১০ মার্চ- ২০২৫ খ্রিষ্টাব্দ তিন তিনবার আন্তর্জাতিক সাহিত্য স্বর্ণপদক প্রাপ্ত, মধুসূদন গবেষক ও বাংলা সনেটে নতুন ধারার প্রবর্তক সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্তের ৬২তম জন্মজয়ন্তী ও সন্তোষ মেলা-২০২৫ শুরু হয়েছে।

কবির যশোর জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার মৌজায় প্রতিষ্ঠিত কবি সন্তোষপল্লীতে মহা সমারোহে এই জন্মজয়ন্তী পালিত ও সন্তোষ মেলা শুরু হয়েছে। পবিত্র রমজান মাসঅন্তে পূর্ণ অনুষ্ঠানাদি ও সার্বজনীন বনভোজনের শুভ যাত্রা শুরু করার আশা ব্যক্ত করেছেন “কবি সন্তোষ পল্লী” ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য. কবি সন্তোষ কুমার দত্ত যশোর জেলার মনিরামপুর উপজেলাধীন হানুয়ার গ্রামের সম্ভ্রান্ত দত্ত পরিবারে ১৩৭০ বঙ্গাব্দে ২৫ শে ফাল্গুন জন্মগ্রহণ করেন। পিতা যোগেন্দ্র নাথ দত্ত, মাতা অরুনা বালা দত্ত, স্ত্রী কবি ভাগীরথী রানী দত্ত তিন তিনবার স্বর্ণ পদকসহ পেয়েছেন অসংখ্যা পদক, পুরষ্কার, সম্মাননা ও সংবর্ধনা সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি বঙ্গমনি সাহিত্যরত্ন, কবিরত্ন ও কাব্যচাষী সাহিত্য উপাধিতে ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
৪৮

সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্তের ৬২তম জন্মজয়ন্তী ও সন্তোষ মেলা শুরু

আপডেট: ০৯:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

বি.এম বিল্লাল হোসেন,রাজগঞ্জ : সোমবার ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ইং ১০ মার্চ- ২০২৫ খ্রিষ্টাব্দ তিন তিনবার আন্তর্জাতিক সাহিত্য স্বর্ণপদক প্রাপ্ত, মধুসূদন গবেষক ও বাংলা সনেটে নতুন ধারার প্রবর্তক সাহিত্যরত্ন কবি সন্তোষ কুমার দত্তের ৬২তম জন্মজয়ন্তী ও সন্তোষ মেলা-২০২৫ শুরু হয়েছে।

কবির যশোর জেলার মনিরামপুর উপজেলার হানুয়ার মৌজায় প্রতিষ্ঠিত কবি সন্তোষপল্লীতে মহা সমারোহে এই জন্মজয়ন্তী পালিত ও সন্তোষ মেলা শুরু হয়েছে। পবিত্র রমজান মাসঅন্তে পূর্ণ অনুষ্ঠানাদি ও সার্বজনীন বনভোজনের শুভ যাত্রা শুরু করার আশা ব্যক্ত করেছেন “কবি সন্তোষ পল্লী” ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য. কবি সন্তোষ কুমার দত্ত যশোর জেলার মনিরামপুর উপজেলাধীন হানুয়ার গ্রামের সম্ভ্রান্ত দত্ত পরিবারে ১৩৭০ বঙ্গাব্দে ২৫ শে ফাল্গুন জন্মগ্রহণ করেন। পিতা যোগেন্দ্র নাথ দত্ত, মাতা অরুনা বালা দত্ত, স্ত্রী কবি ভাগীরথী রানী দত্ত তিন তিনবার স্বর্ণ পদকসহ পেয়েছেন অসংখ্যা পদক, পুরষ্কার, সম্মাননা ও সংবর্ধনা সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি বঙ্গমনি সাহিত্যরত্ন, কবিরত্ন ও কাব্যচাষী সাহিত্য উপাধিতে ভূষিত হয়েছেন।