শিরোনাম:
লোহাগাড়ার বলাডাঙ্গায় ৫ম বার্ষিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বলাডাঙ্গায় হরিগুরুচাদ ভক্তদের আয়োজনে ৫ম বার্ষিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপি বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাংগনে মতুয়া পরিমল বকশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার পাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া দেব মজুমদার, জেলা মতুয়া মিশনের সদস্য রামপালসহ, জেলা মতুয়া মিশনের অন্যান্য অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা মতুয়া মিশনের উপদেষ্টা মতুয়া অশোক কুন্ডুর উদ্ভোদের মধ্য প্রায় ২০ টি মতুয়া দল জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মাতাম দিয়ে আসতে থাকে। পুরো এলাকায় ঢাকের আওয়াজে, নাচে গানে মেতে ওঠে আগত ভক্তবৃন্দ।