সীমান্তে মাদকের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স গতমাসে যশোর সীমান্তে ২০ লক্ষ টাকার মাদকসহ ১০ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির) অভিযানে গত ফেব্রুয়ারী মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া ও পাঁচপীরতলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করে ১০ মাদক পাচারকারীসহ সর্বমোট (উনিশ লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত আশি) টাকা মূল্যের বিদেশী মদ, বিয়ার, ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট আটক করেছেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, মাদক পাচারকারী কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়। উল্লেখ্য দেশের তরুণ ও যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করে দেশকে মাদকমুক্ত করার জন্য বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।
বিজিবি সূত্র আরো জানান, আটককৃত সকল মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।