শার্শায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ)সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়া,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু,উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।