১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাঘারপাড়ায় ট্রাকসহ গরু চোর চক্রের সদস্য আটক

নিউজ ডেস্ক

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় পালিয়ে গেছে আরও তিন চোর। ওই চোরদের কাছ থেকে (নাম্বার প্লেট বিহীন) ট্রাকের মধ্যে একটি মৃত্যু গাভী ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ফকির তাইজুর রহমান। আটককৃত চোর হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের আজিত গাজীর ছেলে হাসান গাজী ।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রায়পুরের ভদ্রডাঙ্গা মাঠে পুলিশের টহল সময়ে একটি ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। তা দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। পরে ট্রাকটি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে বিপরীত দিক থেকে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গাড়িটি গতিরোধ করার চেষ্টা করা হয়। ইনচার্জের ব্যবহৃত গাড়িটি দিয়ে রায়পুর ফাঁকা মাঠের ব্রিজের কাছে ব্যারিকেড দিলে চোরাই গরু সহ ট্রাকটি অফিসার ইনচার্জ এর ব্যবহৃত ডাবলকেবিন গাড়িটিকে সজরে ধাক্কা দেয়। এসময় গাড়ীর সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। ট্রাক ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের সদস্য ও গাড়ীর ড্রাইভারকে আটক করা হয় । এসময় বাকি চোরেরা পালিয়ে যায়। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। পুলিশ আরো জানিয়েছে, গাভীটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধার কারনে মারা গেছে। পরে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের সলেমান মোড়লের ছেলে সোহাগ হোসেনের গরুর মালিক চিহ্নিত হওয়ায় তাকে গাভীর বাছুর টি তাকে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, চোরেরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আটককৃত হাসান গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। গরু চুরির বিষয়ে রাত্রিকালীন টহলরত পুলিশরা সতর্ক আছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
৭৫

বাঘারপাড়ায় ট্রাকসহ গরু চোর চক্রের সদস্য আটক

আপডেট: ১০:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় পালিয়ে গেছে আরও তিন চোর। ওই চোরদের কাছ থেকে (নাম্বার প্লেট বিহীন) ট্রাকের মধ্যে একটি মৃত্যু গাভী ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ফকির তাইজুর রহমান। আটককৃত চোর হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের আজিত গাজীর ছেলে হাসান গাজী ।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রায়পুরের ভদ্রডাঙ্গা মাঠে পুলিশের টহল সময়ে একটি ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। তা দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। পরে ট্রাকটি থামাতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে বিপরীত দিক থেকে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গাড়িটি গতিরোধ করার চেষ্টা করা হয়। ইনচার্জের ব্যবহৃত গাড়িটি দিয়ে রায়পুর ফাঁকা মাঠের ব্রিজের কাছে ব্যারিকেড দিলে চোরাই গরু সহ ট্রাকটি অফিসার ইনচার্জ এর ব্যবহৃত ডাবলকেবিন গাড়িটিকে সজরে ধাক্কা দেয়। এসময় গাড়ীর সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। ট্রাক ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় চোর চক্রের সদস্য ও গাড়ীর ড্রাইভারকে আটক করা হয় । এসময় বাকি চোরেরা পালিয়ে যায়। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। পুলিশ আরো জানিয়েছে, গাভীটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধার কারনে মারা গেছে। পরে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের সলেমান মোড়লের ছেলে সোহাগ হোসেনের গরুর মালিক চিহ্নিত হওয়ায় তাকে গাভীর বাছুর টি তাকে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, চোরেরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আটককৃত হাসান গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। গরু চুরির বিষয়ে রাত্রিকালীন টহলরত পুলিশরা সতর্ক আছেন বলে জানান তিনি।