যশোরের নবাগত পুলিশ সুপার রওনক জাহানের যোগদান
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো যশোরে নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। ০৯ মার্চ রবিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন।
পরে তিনি পুলিশ লাইন পরিদর্শন করেন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নেন। পরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে হাজির হন। এরপর তিনি যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আবুল বাশার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, আহসান হাবীব অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, মোঃ রাজিবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, নিশাত আল নাহিয়ান সিনিয়র সহকারী পুলিশ সুপার “নাভারণ” সার্কেল, মোঃ ইমদাদুল হক সহকারী পুলিশ সুপার “মনিরামপুর” সার্কেল, অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, রওনক জাহান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। সেখান থেকে তাকে যশোরে বদলি করা হয়। অন্যদিকে, যশোরের সাবেক পুলিশ সুপার জিয়া উদ্দীন আহম্মদকে ঢাকা পুলিশ হেডকোয়াটার্সে সংযুক্ত করা হয়।