শিরোনাম:
যশোরে ভাইয়ের হাতে ভাই ছেলের হাতে বাবা খুন
আব্দুল্লাহ আল-মামুন : জমি সংক্রান্ত -্র্চনক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় তার চাচাতো ভাইয়েরা পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। তারা কোদালের আঘাতে দিয়ে তাকে গুরুতর আহত করে।
পরিবারের সদস্যরা আহতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে তিনজনকে আটক করেছে।
এদিকে, যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে আজ শনিবার ভোরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার পাতিবিলা গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমম (২২) পলাতক রয়েছে।