ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
- আপডেট: ০২:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ১৬৬

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগান কে সামনে রেখে ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় র্যালী শেষে ঝিকরগাছা উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকের সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীদেরকে সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং সকল কাজে জয়ী হতে হবে। উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ার্দার। এ ছাড়াও অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি আখি খাতুন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সদস্য ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং নারী উদ্দ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





















