যশোরে সেহরির সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
সাব্বির হোসেন, যশোরঃ যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার নির্মম মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) ভোর রাত আনুমানিক ৪টার দিকে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি তার নিজ ঘরে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তার ছেলে মো. রমেন (২১) পারিবারিক কলহের কারণে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে রমেনের মা সেহেরি খেতে উঠে তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং আহত শরিফুলকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ চৌগাছা উপজেলা হাসপাতালে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রমেন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। এক বছর আগে তিনি চৌগাছা থানাধীন রামকৃষ্ণপুর গ্রামে বিবাহ করেছিলেন, তবে তার মাদকাসক্তির কারণে স্ত্রী তাকে তালাক দেন। পরবর্তীতে ১৫-২০ দিন আগে তিনি তার সৎ খালাতো বোনকে বিয়ে করেন।
রমেনের মা প্রায় ১০-১২ বছর আগে অন্যত্র চলে গেলে তার বাবা পুনরায় বিয়ে করেন। সেই থেকে রমেন সৎ মায়ের আশ্রয়ে বড় হন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন।