১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ডিমলায় ওব্যাট হের্ল্পাস-এর কর্মক্ষমহীন ও পঙ্গুদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি উন্নয়ন সংস্থা “ওব্যাট হের্ল্পাস” এর আওতায় ফুট ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশন প্রকল্পের অধীনে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চর এলাকায় হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ রোববার (৪ মার্চ) সকাল ১১টায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসের সামনে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রংপুর ওব্যাট হের্ল্পাস -এর প্রকল্প কর্মকর্তা শাহিনুর ইসলাম, প্রজেক্ট অফিসার আজিজুল হক (মোল্লা), ফুট উচ্চতার ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশন প্রকল্পের সুপারভাইজার জাহিদুল ইসলামসহ সুবিধাভোগী লোকজন।

প্রকল্প কর্মকর্তা সাহিনুর ইসলাম বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রিব্যাট হের্ল্পাস এর রংপুর বিভাগের আওতায় ফুট ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারেল রি হ্যাবিলিটেশন প্রকল্প পরিচালিত। ডিমলা উপজেলায় আমরা পূর্ব ছাতনাই ও খোগা খড়িবাড়ি এই দুইটি ইউনিয়নের তিস্তা চরমঞ্চলের হতদরিদ্র মানুষদের নিয়ে প্রাথমিকভাবে এ প্রকল্পের কাজ শুরু করেছি। ওই অঞ্চলের বেশকিছু কৃষককে কিছুদিন আগে বীজ, কীটনাশক এবং সার বিতরণ করা হয়েছিল।এখন ৫০টি কর্মক্ষমহীন ও অসহায় পরিবারকে ২০০০ টাকা মূল্যের খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ২৫ কেজি চাউল, ১ কেজি ছোলা, ১ লিটার সরিষার তেল, ১ কেজি মসুরের ডাল ও এক প্যাকেট রাধুনী মাংসের মশল্লা ইত্যাদি। তিনি আরো জানান, এ প্রকল্পের আওতায় ওই অঞ্চলে আগামী মাস থেকে হতদরিদ্র মানুষদের গাভী ও ছাগোল পালন নিয়ে কাজ শুরু করবে এ প্রকল্প।

পূর্ব ছাতনাই খালপাড়ার সুবিধাভোগী প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম (৩১)একই গ্রামের কর্মক্ষম হিন সুবিধাভোগী আরজু মিয়া (৫৯), হায়দার আলী (৭১) লাইলী বেগম (৭০) জয়তুন দেওয়া (৫৫) প্রতিবেদককে বলে এ সময় বিনামূল্যে এই খাদ্য সামগ্রী সাহায্য পেয়ে আমরা বিশাল উপকৃত হয়েছি। আমরা রমজান মাসে খাদ্য অভাবে কষ্ট করে রোজা ছিলাম।এ সাহায্য পেয়ে আমাদের আর কষ্ট করে রোজা থাকতে হবে না। আমরা শাহিনুর স্যারের কাছে কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ যেন তার ভালো করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫৪

ডিমলায় ওব্যাট হের্ল্পাস-এর কর্মক্ষমহীন ও পঙ্গুদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: ০৪:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি উন্নয়ন সংস্থা “ওব্যাট হের্ল্পাস” এর আওতায় ফুট ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশন প্রকল্পের অধীনে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চর এলাকায় হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ রোববার (৪ মার্চ) সকাল ১১টায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসের সামনে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রংপুর ওব্যাট হের্ল্পাস -এর প্রকল্প কর্মকর্তা শাহিনুর ইসলাম, প্রজেক্ট অফিসার আজিজুল হক (মোল্লা), ফুট উচ্চতার ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশন প্রকল্পের সুপারভাইজার জাহিদুল ইসলামসহ সুবিধাভোগী লোকজন।

প্রকল্প কর্মকর্তা সাহিনুর ইসলাম বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রিব্যাট হের্ল্পাস এর রংপুর বিভাগের আওতায় ফুট ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারেল রি হ্যাবিলিটেশন প্রকল্প পরিচালিত। ডিমলা উপজেলায় আমরা পূর্ব ছাতনাই ও খোগা খড়িবাড়ি এই দুইটি ইউনিয়নের তিস্তা চরমঞ্চলের হতদরিদ্র মানুষদের নিয়ে প্রাথমিকভাবে এ প্রকল্পের কাজ শুরু করেছি। ওই অঞ্চলের বেশকিছু কৃষককে কিছুদিন আগে বীজ, কীটনাশক এবং সার বিতরণ করা হয়েছিল।এখন ৫০টি কর্মক্ষমহীন ও অসহায় পরিবারকে ২০০০ টাকা মূল্যের খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ২৫ কেজি চাউল, ১ কেজি ছোলা, ১ লিটার সরিষার তেল, ১ কেজি মসুরের ডাল ও এক প্যাকেট রাধুনী মাংসের মশল্লা ইত্যাদি। তিনি আরো জানান, এ প্রকল্পের আওতায় ওই অঞ্চলে আগামী মাস থেকে হতদরিদ্র মানুষদের গাভী ও ছাগোল পালন নিয়ে কাজ শুরু করবে এ প্রকল্প।

পূর্ব ছাতনাই খালপাড়ার সুবিধাভোগী প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম (৩১)একই গ্রামের কর্মক্ষম হিন সুবিধাভোগী আরজু মিয়া (৫৯), হায়দার আলী (৭১) লাইলী বেগম (৭০) জয়তুন দেওয়া (৫৫) প্রতিবেদককে বলে এ সময় বিনামূল্যে এই খাদ্য সামগ্রী সাহায্য পেয়ে আমরা বিশাল উপকৃত হয়েছি। আমরা রমজান মাসে খাদ্য অভাবে কষ্ট করে রোজা ছিলাম।এ সাহায্য পেয়ে আমাদের আর কষ্ট করে রোজা থাকতে হবে না। আমরা শাহিনুর স্যারের কাছে কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ যেন তার ভালো করেন।