শিরোনাম:
শালিখায় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শালিখা মাগুরা প্রতিনিধিঃ তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্য তুলে ধরে শালিখায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শালিখা উপজেলা পরিষদ নির্বাচন অফিসের উদ্দোগে সকাল ৯ টায় উপজেলার সামনে থেকে শুরু হয়ে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব বনি আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।