শিক্ষাঙ্গন | তারিখঃ জুলাই ২৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3767 বার
নিজস্ব প্রতিবেদক : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
শুক্রবার সকালে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী সাধারণ শিক্ষাবোর্ডেরে মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯, কুমিল্লায় ৮৭ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭, সিলেট বোর্ডে ৭৬ দশমিক ০৬, দিনাজপুর বোর্ডে ৭৬ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্যান্য বোর্ডের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মাদ্রাসা বোর্ড ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
আজ সকাল ৯টা নাগাদ গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।