সড়কে যানজট নিরসনে যশোর ট্রাফিক পুলিশের নানা উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করেছে যশোর ট্রাফিক বিভাগ। একই সাথে শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ প্রায় ২১টি সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন করছে ট্রাফিক পুলিশ। এসময় শহরের ভিতরে চলা অবৈধ ইজিবাইক, রিকসা, আইন অমান্যকারি মোটরসাইকেল চালকসহ বিভিন্ন ভাবে রাস্তায় প্রতিবদ্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজন হলে রেকার ব্যবহার করে অবৈধ গাড়ি জব্দ করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
যশোর পৌরসভা লাইসেন্স এর বাইরে অনেক রিকশাও ইজিবাইক শহরতলী থেকে শহরে এসে যানজট সৃষ্টি করছে। অদক্ষ চালকদের খামখেয়ালিপনার কারণে প্রায় প্রতিনিয়ত ই শহরের কিছু কিছু জায়গায় যানজট সৃষ্টি করছে। ট্রাফিক পুলিশ এসব যানজট মুক্ত করতে প্রায় হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় যশোর ট্রাফিক পুলিশ বিভাগ যানজট নিরসন ও চলাচল কারী ইজিবাইক রিক্সা ও মোটরসাইকেল আরোহীদের সচেতনতা করতে মাঠে নেমেছে। একই সাথে পুলিশ অবৈধ যানবাহন আটক অভিযান পরিচালনা করছে যশোর ট্রাফিক বিভাগ।
ট্রাফিক অফিস সূত্রে জানা যায়, শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশ রমজান মাস ও ঈদকে সামনে রেখে মাসব্যাপী যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ ইজিবাইক ও রিক্সা আটক ও বেপরোয়া মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। সরেজমিন ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোরে ইজিবাইক ও অটোরিকসা চলাচল করে তাদের চালকদের আইন কানুন সম্পর্কে তাদের কোন ধারনা নেই অথচ তারা দিনের পর দিন রাস্তায় বেপরোয়া ভাবে চলাচল করছে।
এ বিষয়ে যশোর ট্রাফিক পুলিশের টিআই মাফুজুর রহমান বলেন, যশোরে অবৈধ যানবাহন ও আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে আবারো অভিযান পরিচালনা করতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। তবে রমজান মাসে যানজটে জনদুর্ভোগ যাতে না বাড়ে তার জন্য ট্রাফিক পুলিশ সব সময়ই মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন ২-১ দিনের মধ্যে পুলিশ আরো কঠোর থেকে কঠোর ভূমিকা পালন করবে যানজট নিরসনের জন্য। তিনি যশোর শহরবাসীকে এজন্য ট্রাফিক পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।