১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ফিঙ্গার প্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের দাবিতে যশোরে পর্দানশীল নারীদের মানববন্ধন

নিউজ ডেস্ক

শাহাবুদ্দিন আহামেদ : চেহারা নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দানশীল নারীরা। ‘পর্দানশীন নারীদের এনআইডি না দেওয়া মানবতাবিরোধী অপরাধ’—এই স্লোগানকে সামনে রেখে ১৬ বছর ধরে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ জানানো হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর কালেক্টরেট ভবনের সামনে যশোর জেলা পর্দানশীন মহিলা আঞ্জুমান-এর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ছবি তোলার শর্তের কারণে পর্দানশীল অনেক নারী দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে এনআইডি প্রদান করার দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল যশোর জেলা নির্বাচন অফিস ও শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
৩২

ফিঙ্গার প্রিন্ট দিয়ে জাতীয় পরিচয়পত্রের দাবিতে যশোরে পর্দানশীল নারীদের মানববন্ধন

আপডেট: ০৪:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

শাহাবুদ্দিন আহামেদ : চেহারা নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দানশীল নারীরা। ‘পর্দানশীন নারীদের এনআইডি না দেওয়া মানবতাবিরোধী অপরাধ’—এই স্লোগানকে সামনে রেখে ১৬ বছর ধরে নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদ জানানো হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর কালেক্টরেট ভবনের সামনে যশোর জেলা পর্দানশীন মহিলা আঞ্জুমান-এর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে যশোর শহরের বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ছবি তোলার শর্তের কারণে পর্দানশীল অনেক নারী দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হচ্ছেন। তারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে এনআইডি প্রদান করার দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল যশোর জেলা নির্বাচন অফিস ও শিক্ষা অফিসে স্মারকলিপি প্রদান করে।