০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

নড়াইলে পৃথক অভিযানে মানব পাচার মামলায় আসামি ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে পৃথক অভিযানে মানব পাচার মামলায় আসামি ও গাঁজাসহ দুইজন গ্রেফতার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মানব পাচার মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ আসিকুর রহমান শান্তকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোঃ আসিকুর রহমান শান্ত নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লুটিয়া গ্রামের মোঃ আবু তালেব শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুর শুকুর, এসআই (নিঃ) আমিরুজ্জামান ও এএসআই (নিঃ) মুস্তাকিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী বাজার থেকে তাকে গ্রেফতার করে।

অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক সাতশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত লাল চাঁন(৩৬) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত লাল চাঁন(৩৬) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রামের মফিজুর মোল্যার ছেলে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামস্থ খেয়াঘাট ব্রীজের উত্তর পাশে তিন রাস্তার মোড়ের উপর থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী ও এসআই (নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লাল চাঁন (৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য সাতশত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
৩৪

নড়াইলে পৃথক অভিযানে মানব পাচার মামলায় আসামি ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

আপডেট: ০৩:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে পৃথক অভিযানে মানব পাচার মামলায় আসামি ও গাঁজাসহ দুইজন গ্রেফতার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে মানব পাচার মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ আসিকুর রহমান শান্তকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোঃ আসিকুর রহমান শান্ত নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লুটিয়া গ্রামের মোঃ আবু তালেব শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুর শুকুর, এসআই (নিঃ) আমিরুজ্জামান ও এএসআই (নিঃ) মুস্তাকিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী বাজার থেকে তাকে গ্রেফতার করে।

অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক সাতশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত লাল চাঁন(৩৬) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত লাল চাঁন(৩৬) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রামের মফিজুর মোল্যার ছেলে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামস্থ খেয়াঘাট ব্রীজের উত্তর পাশে তিন রাস্তার মোড়ের উপর থেকে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী ও এসআই (নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লাল চাঁন (৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য সাতশত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।