ঝিকরগাছায় কিংবদন্তি সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন এর স্মরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক, উপন্যাসিক, গবেষক, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২১, লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন উদ্দীন হোসেন এর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামে লেখকের নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মোঃ মাহবুব মুর্শিদ।
হোসেন উদ্দীন হোসেন এর পরিবার ও ঝিকরগাছার সুধী সমাজের আয়োজনে এবং ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট কথাসাহিত্যিক পাভেল চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভার মুল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক মোহাম্মদ শামসুজ্জামান। এসময় তিনি হোসেন উদ্দীন হোসেন এর বর্ণীল জীবনের স্মৃতি চারণ করে তার সৃষ্টি সাহিত্যকে বাংলা সাহিত্যের আলোকবর্তিকা হিসেবে যুগযুগ বেঁচে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মদনপুর ডিগ্রি কলেজের অধ্যাপক, কবি ও সাহিত্যিক মোঃ সফিয়ার রহমান। ইমদাদুল হক ইমদাদ, সোনিয়া আক্তার ও জারিয়াত নেহার সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহবায়ক শিক্ষাবিদ অনিল বিশ্বাস, কবি মুহাম্মদ শফি, সাতক্ষীরা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের সাবেক শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কবি ও গবেষক ড. মহিউদ্দিন মোহাম্মদ, সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে কবি টিপু সুলতান সম্পাদিত শিল্প সাহিত্যের ছোট কাগজ নবদীপ এর হোসেন উদ্দীন হোসেন স্মরণে স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সারাদেশ থেকে আগত প্রায় শতাধিক কবি সাহিত্যিক এবং আমন্ত্রিত অতিথিরা সারাদিন ব্যাপী এই আয়োজনে আলোচনা, প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ ও হোসেন উদ্দীন হোসেন এর স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য ১৯৪১ সালের ২৮ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করা মরহুম হোসেন উদ্দীন হোসেন এর জীবদ্দশায় ৭ টি উপন্যাস, ২ টি গল্প গ্রন্থ, ২ টি কবিতার বই, ১২ টি প্রবন্ধ, ৩ টি সম্পাদনা সঙ্কলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি আত্মকথা ‘রণক্ষেত্রে সারাবেলা’ প্রকাশিত হয়েছে। তিনি সাহিত্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য ২০০৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে top 100 writers স্বর্ণপদক এবং ২০২১ সালে প্রবন্ধ/গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ আরও অনেক সন্মানা স্মারক লাভ করেছেন। ২০ মে ২০২৪ তারিখে ৮৩ বছর বয়সে এই বরেণ্য ব্যক্তি মৃত্যু বরণ করেন।