১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

চৌগাছায় সাংবাদিক উজ্জ্বলের চোখ উপড়ে ফেলার হুমকি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নিন্দা

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠের চৌগাছা প্রতিনিধি ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলকে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বহুল আলোচিত সাংবাদিক নামধারী আজিজুর রহমান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চৌগাছা বাজারস্থ মেহেদীর বেকারির দোকানের পাশে উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে এই হুমকি প্রদান করা হয়। বিষয়টি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন ব্যক্তিরা।

জানাগেছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল চৌগাছা বাসস্ট্যান্ডে প্রয়োজনীয় কাজ সেরে উপজেলা পরিষদের দিকে পায়ে হেটে রওনা হন। প্রতিমধ্যে মেহেদীর বেকারির সামনে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে তার দেখা হলে শিক্ষা কর্মকর্তা কফি পানের অনুরোধে দোকানের পাশে বসে কফি পান করতে থাকেন।

এ সময় আকস্মিক নামধারী সাংবাদিক আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষা কর্মকর্তাকে বলেন, ওর সাথে বসে আছেন কেনো? এ সময় উজ্জ্বল বলেন, এমন ব্যবহার করছ কেনো। এ সময় আজিজ ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে সাংবাদিক উজ্জ্বলের উদ্দেশ্যে বলে- তোর ভাই মার্ডার হয়েছে। তোর পরিবার মামলা করলো কেনো? তোর কারনেই মামলা হয়েছে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আজিজ। এক পর্যায় প্রকাশ্যে চোখ উপড়ে ফেলে নেওয়ার হুমকি দেয় আজিজ। উত্তেজিত আজিজকে শিক্ষা কর্মকর্তা নিবৃত্ত করার চেষ্টা করলেও সাংবাদিক উজ্জ্বলকে মারার জন্য তেড়ে আসেন তিনি।

ঘটনাস্থলের এক ব্যবসায়ী জানান, সাংবাদিক উজ্জ্বল ভাই অত্যান্ত ভদ্র মানুষ। আজিজ হচ্ছে তার বয়সের অনেক ছোট। এই ধরনের হুমকি দেয়া আদৌ ঠিক হয়নি। খুবই দুঃখজনক।

ঘটনাস্থলে উপস্থিত থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জরুরী একটি কাজের জন্য বাজারে এসেছিলাম। হঠাৎ সাংবাদিক উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হলে আমি কফি পানের অনুরোধ করি। আমার অনুরোধ এড়াতে না পেরে তিনি কফি খান। এ সময় আজিজুর রহমান এসে বাজে ব্যবহার করল। খুবই দুঃখ জনক ঘটনা। এ ধরনের ব্যবহার আমি আশা করিনি।
এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিরা জানান, আজিজুর রহমানের চলাফেরা সন্ত্রাসীদের মত। ইতোপূর্বে প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীকে আজিজ হুমকি প্রদান করে এবং মারার জন্য উদ্যত হয়, মুকুরুল ইসলাম মিন্টু ও শাহানুর আলম উজ্জ্বলকে হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করে। তার হুমকিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ কেউ রেহায় পাচ্ছেনা। হুমকি প্রদানের ঘটনাটি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনকে অবহিত করেছেন সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল।

এদিকে বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
৩৬

চৌগাছায় সাংবাদিক উজ্জ্বলের চোখ উপড়ে ফেলার হুমকি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নিন্দা

আপডেট: ০৭:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার : দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার, কালের কণ্ঠের চৌগাছা প্রতিনিধি ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলকে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বহুল আলোচিত সাংবাদিক নামধারী আজিজুর রহমান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চৌগাছা বাজারস্থ মেহেদীর বেকারির দোকানের পাশে উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে এই হুমকি প্রদান করা হয়। বিষয়টি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন ব্যক্তিরা।

জানাগেছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল চৌগাছা বাসস্ট্যান্ডে প্রয়োজনীয় কাজ সেরে উপজেলা পরিষদের দিকে পায়ে হেটে রওনা হন। প্রতিমধ্যে মেহেদীর বেকারির সামনে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে তার দেখা হলে শিক্ষা কর্মকর্তা কফি পানের অনুরোধে দোকানের পাশে বসে কফি পান করতে থাকেন।

এ সময় আকস্মিক নামধারী সাংবাদিক আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষা কর্মকর্তাকে বলেন, ওর সাথে বসে আছেন কেনো? এ সময় উজ্জ্বল বলেন, এমন ব্যবহার করছ কেনো। এ সময় আজিজ ক্ষিপ্ত হয়ে চিৎকার দিয়ে সাংবাদিক উজ্জ্বলের উদ্দেশ্যে বলে- তোর ভাই মার্ডার হয়েছে। তোর পরিবার মামলা করলো কেনো? তোর কারনেই মামলা হয়েছে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আজিজ। এক পর্যায় প্রকাশ্যে চোখ উপড়ে ফেলে নেওয়ার হুমকি দেয় আজিজ। উত্তেজিত আজিজকে শিক্ষা কর্মকর্তা নিবৃত্ত করার চেষ্টা করলেও সাংবাদিক উজ্জ্বলকে মারার জন্য তেড়ে আসেন তিনি।

ঘটনাস্থলের এক ব্যবসায়ী জানান, সাংবাদিক উজ্জ্বল ভাই অত্যান্ত ভদ্র মানুষ। আজিজ হচ্ছে তার বয়সের অনেক ছোট। এই ধরনের হুমকি দেয়া আদৌ ঠিক হয়নি। খুবই দুঃখজনক।

ঘটনাস্থলে উপস্থিত থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জরুরী একটি কাজের জন্য বাজারে এসেছিলাম। হঠাৎ সাংবাদিক উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হলে আমি কফি পানের অনুরোধ করি। আমার অনুরোধ এড়াতে না পেরে তিনি কফি খান। এ সময় আজিজুর রহমান এসে বাজে ব্যবহার করল। খুবই দুঃখ জনক ঘটনা। এ ধরনের ব্যবহার আমি আশা করিনি।
এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিরা জানান, আজিজুর রহমানের চলাফেরা সন্ত্রাসীদের মত। ইতোপূর্বে প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীকে আজিজ হুমকি প্রদান করে এবং মারার জন্য উদ্যত হয়, মুকুরুল ইসলাম মিন্টু ও শাহানুর আলম উজ্জ্বলকে হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করে। তার হুমকিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ কেউ রেহায় পাচ্ছেনা। হুমকি প্রদানের ঘটনাটি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনকে অবহিত করেছেন সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল।

এদিকে বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।