জাতীয় সংবাদ | তারিখঃ অক্টোবর ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 934 বার
আবহাওয়া ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা আরো জানিয়েছেন, এটি ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়া সারাদেশ বৃষ্টিহীন, তবে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকছে। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমছে। গ্রামাঞ্চলে শেষ রাতে কিছুটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। সংস্থাটি আরো জানিয়েছেন আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী তিনদিনে লঘুচাপটি ঘণীভূত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। বুধবার সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিকে ২৪ ঘণ্টায় মোংলায় ২০, খুলনায় ২, ফেনীতে ৬, কুমিল্লায় ৭, রাঙ্গামাটিতে ১০, সীতাকুণ্ডে ১৩, সন্দ্বীপে ৭ ও চট্টগ্রামে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্বাভাস মডেল গুলোর প্রথম দিকের দেওয়া তথ্য অনুযায়ী এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটি শক্তিশালী হওয়ার কথা থাকলেও এখন সেটি হচ্ছে না। এটি সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করতে পারে। লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’।