জাতীয় সংবাদ | তারিখঃ আগস্ট ৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4897 বার
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় আরও ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫৮ জন এবং ঢাকার বাইরে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৪ জন। মৃত্যু হয়েছে ১২ জন।
উল্লেখ্য, গত বছর দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়েছিলেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ১০৫ জন।