ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী
- আপডেট: ১২:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৫

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে ভালোবেসে অনেকেই অনেক নামে ডেকে থাকেন। যেমন মোটু, গুলুমুলু, জানপাখি, জান, পুকি ইত্যাদি। ডাকনাম হিসেবে এগুলো আদুরে শোনায়। কিন্তু মটু বলে আপনি যদি আপনার স্ত্রীর ফোন নম্বর নিজের ফোনে সেভ করেন, তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন।
তুরস্কের এক ব্যক্তি তার ফোনে স্ত্রীর ফোন নম্বর সেভ করেছিলেন, ‘Chubby-চাবি’ দিয়ে। যার অর্থ ‘মোটু বা গুলুমুলু।’ বিষয়টি মোটেও ভালো লাগেনি তুর্কি ওই ব্যক্তির স্ত্রীর। তিনি সোজা আদালতে গিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এমনকি তাদের বিচ্ছেদও হয়ে গেছে।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহের খবরে বলা হয়েছে, ‘‘তুরস্কের ওই ব্যক্তি তার মোবাইল ফোনের কনট্যাক্টে স্ত্রীর নাম সেভ করেছিলেন ‘চাবি’ নাম দিয়ে। এই ঘটনাকে আদালত ‘অসম্মানজনক’ ও ‘বিবাহের জন্য ক্ষতিকর’ বলে রায় দিয়েছেন।’’
বিষয়টিকে মানসিক নির্যাতন হিসেবে বিবেচনা করেছেন আদালত।
আদালতের শুনানিতে ওই নারী জানান, তার স্বামী বারবার তাকে হুমকি দিয়ে বার্তা পাঠাতেন। এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘‘সরে যাও। তোমাকে আর দেখতে চাই না।’’ আরেকটিতে বলেছিলেন, ‘‘তোমার মুখ আমাকে দেখিও না, শয়তানকে দেখাও।’’
অন্যদিকে স্বামী দাবি করেন, তার স্ত্রী অন্য এক পুরুষকে বাড়িতে এনেছিলেন। কিন্তু তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি। আদালত রায়ে বলে, স্বামীর অপমানজনক ভাষা ও অর্থনৈতিক চাপ ছিল আরও গুরুতর। তাই মূল দায় তারই।
তুর্কি আইনে কারও মর্যাদা বা ব্যক্তিগত সম্মান আঘাত করে এমন ভাষা বা আচরণের জন্য, সেটা বার্তা মারফত হোক বা সরাসরি, দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। শেষ পর্যন্ত দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। স্ত্রীর বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ খারিজ করা হয়। স্বামীকে তার সাবেক স্ত্রীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ দিতে আদেশ দেওয়া হয়। ক্ষতিপূরণের অঙ্ক প্রকাশ করা হয়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

























