০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের কলকাতায় ঋতুরাজ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে বলে খবর এনডিটিভির।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, ১৪টি মৃতদেহ পাওয়া গেছে এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঘটনার পরপরই কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানান। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ‘কঠোর নজরদারির’ আহ্বানও জানান।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন এবং কলকাতার মেয়রকে কমিশনার মনোজ ভার্মার সঙ্গে ঘটনাস্থলে যেতে বলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট: ১২:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের কলকাতায় ঋতুরাজ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে বলে খবর এনডিটিভির।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, ১৪টি মৃতদেহ পাওয়া গেছে এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঘটনার পরপরই কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানান। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ‘কঠোর নজরদারির’ আহ্বানও জানান।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন এবং কলকাতার মেয়রকে কমিশনার মনোজ ভার্মার সঙ্গে ঘটনাস্থলে যেতে বলেন।