মিয়ানমারে সেনাদের বিমান হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। ঐ গ্রামের এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
রবিবার (১৬ মার্চ) বিকেলে লেতপানহ্লা গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। গ্রামটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায় থেকে ৬০ কিলোমিটার উত্তরে।
তবে এই হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর মন্তব্য জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তা-বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়।
বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী গোষ্ঠীদের প্রবল হামলায় হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন জান্তা। ফলে, তারা বারবার বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে আকাশ পথে হামলা চালাচ্ছে।
সিঙ্গু টাউনশিপের আওতাধীন এই গ্রামের নিয়ন্ত্রণ রয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামের স্বাধীনতাকামী গেরিলা গোষ্ঠীর হাতে। চার বছর আগে বেসামরিক সরকার উৎখাতের পর থেকেই এই গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, জনবহুল ওই এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। লোকজন যখন বাজারে যাচ্ছিল তখন ওই হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, “আমরা এখন মৃতদের তালিকা তৈরি করছি। এখন পর্যন্ত ১২ জনকে নিবন্ধিত করা হয়েছে।”
এ বিষয়ে জান্তার মুখপাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় এএফপি। মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করার কোনো সুযোগও পায়নি বার্তা সংস্থাটি।