ট্রেন থেকে ধরে নিয়ে পাকিস্তানে ২১৪ সেনাকে হত্যার দাবি বিএলএ’র
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, তারা ট্রেনটি ছিনতাই করে ২১৪ সেনাকে ধরে নিয়ে যায় এবং তাদের সবাইকে হত্যা করেছে।
গত ১১ মার্চ বেলুচিস্তানের বোলান জেলার মুশফাক নামে একটি পাহাড়ি এলাকায় ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনটি ছিনতাই করে জঙ্গিরা। এরপর সেখানে প্রায় দুইদিন অভিযান চালায় পাকিস্তানের সেনা ও বিমানবাহিনী। ওই সময় ৩৩ জঙ্গিকে হত্যা ও প্রায় ৩০০ জনকে উদ্ধার করার তথ্য জানায় তারা।
তবে বেলুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বেলুচ আজ শনিবার (১৫ মার্চ) একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, তারা ট্রেন থেকে ২১৪ পাক সেনাকে ধরে নিয়ে যান। তাদের মুক্তির জন্য আলোচনা শুরু করতে সেনাবাহিনীকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু আলোচনা না করায় ২১৪ জিম্মি সেনার সবাইকে হত্যা করা হয়েছে।
তিনি বলেছেন, “বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধবন্দি বিনিময়ের জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছিল। যা দখলদার সেনাবাহিনীর জন্য তাদের সেনাদের রক্ষার শেষ সুযোগ ছিল। কিন্তু পাকিস্তান তার পুরোনো জেদ এবং সামরিক অহংকার প্রদর্শন করেছে। তারা শুধুমাত্র সিরিয়াস আলোচনাই উপেক্ষা করেনি, সঙ্গে বাস্তবতার ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছিল। তাদের এই জেদের ফলাফল স্বরূপ ২১৪ জিম্মিকে হত্যা করা হয়েছে।”
সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি দাবি করেছে, তারা সবসময় আন্তর্জাতিক আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। কিন্তু অহংকারের জন্য পাকিস্তান তাদের সেনাদের হারিয়েছে।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা চালাচ্ছে বেলুচ লিবারেশন আর্মির সদস্যরা। এজন্য তারা প্রায়ই পাকিস্তানের সেনা ও বিদেশিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। তবে গত ১১ মার্চ তারা বেসামরিক যাত্রীসহ আস্ত একটি ট্রেন ছিনতাই করে।