০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

পাকিস্তানে চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলা, ৫০০ যাত্রীকে জিম্মি

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে প্রায় ৫০০ জন যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেনে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে গুলিতে ছুড়ে ট্রেন থামাতে বাধ্য করে, পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। তবে হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও পর্যন্ত সরকার ভাগ করে নেয়নি।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, ‘পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।’

কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ৯টি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন।

তিনি আরও জানান, ট্রেনের যাত্রী ও কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পাহাড় ঘেরা একটি সুড়ঙ্গের ঠিক সামনে ট্রেনটি আটকে আছে। যেখানে ট্রেনটি থামানো হয়েছে সেটি পাহাড়ি অঞ্চল, যার ফলে জঙ্গিদের আস্তানা তৈরি করা এবং হামলার পরিকল্পনা করা সহজ হয়।

এদিকে পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা চাওয়া বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি ট্রেনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং শত শত যাত্রীকে জিম্মি করেছে। বিএলএর দাবি হামলায় ছয়জন পাকিস্তানি সামরিক কর্মী নিহত হয়েছেন।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালুচ স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানি সামরিক বাহিনী অভিযান শুরু করলে জিম্মিদের হত্যা করা হবে।

বেলুচিস্তান সরকার এক বিবৃতিতে বলছে, স্থানীয় সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পাথুরে ভূখণ্ডের কারণে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে জনসাধারণকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: ডন ও জিও টিভি

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
৪২

পাকিস্তানে চলন্ত ট্রেনে সন্ত্রাসী হামলা, ৫০০ যাত্রীকে জিম্মি

আপডেট: ০৭:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে প্রায় ৫০০ জন যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেনে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে গুলিতে ছুড়ে ট্রেন থামাতে বাধ্য করে, পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। তবে হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও পর্যন্ত সরকার ভাগ করে নেয়নি।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, ‘পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।’

কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ৯টি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন।

তিনি আরও জানান, ট্রেনের যাত্রী ও কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পাহাড় ঘেরা একটি সুড়ঙ্গের ঠিক সামনে ট্রেনটি আটকে আছে। যেখানে ট্রেনটি থামানো হয়েছে সেটি পাহাড়ি অঞ্চল, যার ফলে জঙ্গিদের আস্তানা তৈরি করা এবং হামলার পরিকল্পনা করা সহজ হয়।

এদিকে পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা চাওয়া বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি ট্রেনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং শত শত যাত্রীকে জিম্মি করেছে। বিএলএর দাবি হামলায় ছয়জন পাকিস্তানি সামরিক কর্মী নিহত হয়েছেন।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালুচ স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানি সামরিক বাহিনী অভিযান শুরু করলে জিম্মিদের হত্যা করা হবে।

বেলুচিস্তান সরকার এক বিবৃতিতে বলছে, স্থানীয় সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে পাথুরে ভূখণ্ডের কারণে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে জনসাধারণকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: ডন ও জিও টিভি