০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

শ্রীলঙ্কায় আদালত কক্ষেই গুলি করে এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা

নিউজ ডেস্ক

আদালত কক্ষেই গুলি করে এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। যিনি ওই সন্ত্রাসীকে গুলি করেন, তাঁর পরণে ছিল আইনজীবীর পোশাক। শ্রীলঙ্কার এক আদালতে এ ঘটনা ঘটেছে। গত বুধবার হওয়া এ ঘটনা নিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালতের ভেতরে আইনজীবীর পোশাক পরিহিত এক ব্যক্তি গত বুধবার এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘাতক আইনজীবীর ছদ্মবেশ ধরে আদালতে ঢুকেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই সন্ত্রাসীর নাম সঞ্জিবা কুমারা সামারারত্নে। তাঁকে শুনানির জন্য আদালতে আনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ ছিল।

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ঘাতক একটি রিভলবার ব্যবহার করেছিল, যা চোরাচালানের মাধ্যমে তার হাতে পৌঁছায়। আর এতে সহযোগিতা করেছিল এক নারী, যাকে এখনো শনাক্ত করা যায়নি।

শ্রীলঙ্কায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা গত কয়েক বছর ধরে বেড়েছে। বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে খুনোখুনি করছে। এ পরিপ্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে সঞ্জিবাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিবিসি জানায়, সঞ্জিবাকে ২০২৩ সালের শেষদিকে গ্রেপ্তার করা হয়।

গুলি করে ওই বন্দুকধারী ব্যক্তি পালিয়ে যায়। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তবে এ ঘটনায় শ্রীলঙ্কার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

শ্রীলঙ্কায় আদালত কক্ষেই গুলি করে এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা

আপডেট: ০১:০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আদালত কক্ষেই গুলি করে এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। যিনি ওই সন্ত্রাসীকে গুলি করেন, তাঁর পরণে ছিল আইনজীবীর পোশাক। শ্রীলঙ্কার এক আদালতে এ ঘটনা ঘটেছে। গত বুধবার হওয়া এ ঘটনা নিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালতের ভেতরে আইনজীবীর পোশাক পরিহিত এক ব্যক্তি গত বুধবার এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘাতক আইনজীবীর ছদ্মবেশ ধরে আদালতে ঢুকেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই সন্ত্রাসীর নাম সঞ্জিবা কুমারা সামারারত্নে। তাঁকে শুনানির জন্য আদালতে আনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ ছিল।

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ঘাতক একটি রিভলবার ব্যবহার করেছিল, যা চোরাচালানের মাধ্যমে তার হাতে পৌঁছায়। আর এতে সহযোগিতা করেছিল এক নারী, যাকে এখনো শনাক্ত করা যায়নি।

শ্রীলঙ্কায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা গত কয়েক বছর ধরে বেড়েছে। বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে খুনোখুনি করছে। এ পরিপ্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে সঞ্জিবাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিবিসি জানায়, সঞ্জিবাকে ২০২৩ সালের শেষদিকে গ্রেপ্তার করা হয়।

গুলি করে ওই বন্দুকধারী ব্যক্তি পালিয়ে যায়। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তবে এ ঘটনায় শ্রীলঙ্কার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।