জাতীয় সংবাদ | তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2470 বার
ডেস্ক রিপোর্ট : দৈনিক জনতার সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক আহসান উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেফাক, বাংলার বাণী ও ভারত বিচিত্রায় কাজ করেছেন। তার বাড়ি যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়।
২০১০ সালে তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
জনতার সম্পাদক আহসান উল্লাহর মৃত্যুতে বাংলাদেশ সম্পাদক ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।