খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 853 বার
খুলনা অফিস: খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী কমিউনিটি ক্লিনিক প্রায় সময়ই তালাবদ্ধ থাকে। ফলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে খুলনা সিভিল সার্জন ডা. শেখ শফিকুল ইসলাম পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সেখানে তিনি দেখতে পান কমিউনিটি ক্লিনিকের দরজায় তালা ঝুলছে। কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিলীমা মজুমদারের অনুপস্থিত।
সিভিল সার্জন বলেন, গত ৭ ডিসেম্বর হাড়িখালী কমিউনিটি ক্লিনিকে বেলা ১১টা ১০ মিনিটে বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ক্লিনিকের সিএইচসিপিকে শোকজ করা হয়েছে এবং ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিলীমা মজুমদার বলেন, ঐদিন আমি অসুস্থ্য থাকার কারনে সময়মতো ক্লিনিকে আসতে পারিনি।