১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৩৬

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে তা একটি ভিন্ন প্রকৃতির নির্বাচন। তার কারণ, একই দিনে একই সঙ্গে গণ ভোটও অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের জন্য যে ইন্সট্রাকশন তা হচ্ছে নিরপেক্ষতা, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান। আমরা একটি উৎসব নির্বাচন করতে চাই।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাব। বর্তমানে ভোটের যে পূর্ব প্রস্তুতি রয়েছে সে গুলো আমরা পালন করছি। তিনি বলেন-আইন বিধিতে আমাদের রাজনীতির সঙ্গে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই সেরকমটা হবে না।

তিনি বলেন, সরকার যে আইন যে পরিপত্র দিবে তারই আলোকে আমরা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করব। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ হয়েছে, আসতে আসতে সব নির্দেশনা চলে আসবে। নির্বাচনে তফসিল ঘোষণা হলেই সমগ্র দেশেই নির্বাচনের কাজ অগ্রাধিকার পাবে। নির্বাচন কমিশন যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেইভাবে চলব।

জেলা প্রশাসক আর ও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা, আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা পুরণে আমাদের কাজ করতে হবে।

সভায় সাংবাদিকরা তাদের নিজেদের মতামত প্রকাশ করেন। আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক তারেক রহমান, মেহেদী হাসান, সোহান মাহমুদ, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসিব হোসেনসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও অতিরিক্তি যানবাহন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ নানান সমস্যার কথা তুলে ধরে ধরেন। এর পাশাপাশি খরা মোকাবিলায় পুকুর খনন, গম্ভীরাকে ইউনেস্কোর হেরিটেজ হিসেবে স্বীকৃতিও চাঁপাইনবাবগঞ্জের আমসহ, আম থেকে বিভিন্ন প্রসেসিং ফুড তৈরীর সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রবাসী কল্যাণ ডেস্ক করা, বরেন্দ্র অঞ্চলে ক্ষরা মোকাবেলায় করণীয়, গম্ভীরাকে ইউনেস্কোর হেরিটেজ হিসেবে স্বীকৃতির জন্য কাজ করা, আম নিয়ে কাজ করা, কলাইরুটিকে ভৌগোলিক পণ্য করাসহ জেলার উন্নয়নে, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ সহ অন্যান্যরা।

এছাড়া জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট: ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে তা একটি ভিন্ন প্রকৃতির নির্বাচন। তার কারণ, একই দিনে একই সঙ্গে গণ ভোটও অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের জন্য যে ইন্সট্রাকশন তা হচ্ছে নিরপেক্ষতা, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান। আমরা একটি উৎসব নির্বাচন করতে চাই।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নবাগত জেলা প্রশাসক বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাব। বর্তমানে ভোটের যে পূর্ব প্রস্তুতি রয়েছে সে গুলো আমরা পালন করছি। তিনি বলেন-আইন বিধিতে আমাদের রাজনীতির সঙ্গে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই সেরকমটা হবে না।

তিনি বলেন, সরকার যে আইন যে পরিপত্র দিবে তারই আলোকে আমরা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করব। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ হয়েছে, আসতে আসতে সব নির্দেশনা চলে আসবে। নির্বাচনে তফসিল ঘোষণা হলেই সমগ্র দেশেই নির্বাচনের কাজ অগ্রাধিকার পাবে। নির্বাচন কমিশন যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেইভাবে চলব।

জেলা প্রশাসক আর ও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা, আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তা পুরণে আমাদের কাজ করতে হবে।

সভায় সাংবাদিকরা তাদের নিজেদের মতামত প্রকাশ করেন। আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংবাদিক তারেক রহমান, মেহেদী হাসান, সোহান মাহমুদ, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসিব হোসেনসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও অতিরিক্তি যানবাহন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ নানান সমস্যার কথা তুলে ধরে ধরেন। এর পাশাপাশি খরা মোকাবিলায় পুকুর খনন, গম্ভীরাকে ইউনেস্কোর হেরিটেজ হিসেবে স্বীকৃতিও চাঁপাইনবাবগঞ্জের আমসহ, আম থেকে বিভিন্ন প্রসেসিং ফুড তৈরীর সম্ভাবনাময়ী নানা খাতের উন্নয়নে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রবাসী কল্যাণ ডেস্ক করা, বরেন্দ্র অঞ্চলে ক্ষরা মোকাবেলায় করণীয়, গম্ভীরাকে ইউনেস্কোর হেরিটেজ হিসেবে স্বীকৃতির জন্য কাজ করা, আম নিয়ে কাজ করা, কলাইরুটিকে ভৌগোলিক পণ্য করাসহ জেলার উন্নয়নে, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ সহ অন্যান্যরা।

এছাড়া জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।