০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য সূচনা: উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদের আহ্বান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৮৭

খাগড়াছড়ি প্রতিনিধি।। “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধন শেষে এক রঙিন শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে বর্তমানে স্থানীয় উৎপাদন দিয়ে চাহিদার অর্ধেকেরও কম মেটানো সম্ভব হয়। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হয়। এ পরিস্থিতি বদলাতে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক এ্যাডভোকেট মনজিলা সুলতানা।

মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ,খামারিদের প্রশিক্ষণ প্রদান,আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।

বক্তারা আশা প্রকাশ করেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় চাহিদা পূরণে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য সূচনা: উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদের আহ্বান

আপডেট: ০৫:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধন শেষে এক রঙিন শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে বর্তমানে স্থানীয় উৎপাদন দিয়ে চাহিদার অর্ধেকেরও কম মেটানো সম্ভব হয়। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হয়। এ পরিস্থিতি বদলাতে আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদ ও বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক এ্যাডভোকেট মনজিলা সুলতানা।

মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ,খামারিদের প্রশিক্ষণ প্রদান,আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।

বক্তারা আশা প্রকাশ করেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে খাগড়াছড়ি জেলায় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্থানীয় চাহিদা পূরণে সহায়ক হবে।