খুলনা অফিস : খুলনার রূপসায় একটি বেসরকারি পাটকলের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। জুট মিল কর্তৃপক্ষের দাবি, আগুনে এখন পর্যন্ত শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার বিকালে রূপসার জাবুসা এলাকার সালাম পাটকলে এ আগুন লাগে। মিলের ৩ নং গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।
তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুদামে কর্মরত শ্রমিকরা নিরাপদে বের হয়ে আসেন।
মেশিনে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটতে পারে বলে ধারণা করছেন জুট মিলস এর ম্যানেজার বশির আহম্মেদ। তিনি বলেন, ৩ নং গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটতে পারে।
জুট মিলের স্বত্বাধিকারী এম এম এ সালাম বলেন, তিনটি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কাঁচাপাট ছিল ১ হাজার ৩০০ টন, যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।
সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকালে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও ইউনিট যোগ হয়। মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.