০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৮৮

খাগড়াছড়ি প্রতিনিধি।। রামগড় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম।
ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য বাহার উদ্দীন, রতন বৈষ্ণব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী শামীম বলেন—
“রামগড়ের যুবসমাজ ঐক্যবদ্ধ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় বলেই এখানে অপরাধের হার তুলনামূলক অনেক কম। যুবরা যদি সব ক্ষেত্রে এগিয়ে আসে, তবে আমরা অসাম্প্রদায়িক, অহিংস ও সুন্দর একটি রাষ্ট্র গড়ে তুলতে পারবো।”

আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক পুলক বড়ুয়ার সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা।

সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করেন ইয়ুথ গ্রুপের সদস্যরা। কর্মপরিকল্পনায় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—কলেজ, ইউনিয়ন পরিষদ ও সরকারি দফতরে অধিপরামর্শ সভা আয়োজন,বৃক্ষরোপণ কর্মসূচি,পলিথিন বর্জন নিয়ে জনসচেতনতামূলক প্রচারাভিযান।

উল্লেখ্য যে, তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সালে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় চালু হয়। প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট একটি করে আস্থা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে। এ গ্রুপের প্রতিটি সদস্যই হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেন। প্রকল্পের অংশ হিসেবে প্রতি তিন মাস অন্তর এই সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ির রামগড়ে আস্থা ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

আপডেট: ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। রামগড় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীম।
ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য বাহার উদ্দীন, রতন বৈষ্ণব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী শামীম বলেন—
“রামগড়ের যুবসমাজ ঐক্যবদ্ধ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় বলেই এখানে অপরাধের হার তুলনামূলক অনেক কম। যুবরা যদি সব ক্ষেত্রে এগিয়ে আসে, তবে আমরা অসাম্প্রদায়িক, অহিংস ও সুন্দর একটি রাষ্ট্র গড়ে তুলতে পারবো।”

আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক পুলক বড়ুয়ার সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা।

সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করেন ইয়ুথ গ্রুপের সদস্যরা। কর্মপরিকল্পনায় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—কলেজ, ইউনিয়ন পরিষদ ও সরকারি দফতরে অধিপরামর্শ সভা আয়োজন,বৃক্ষরোপণ কর্মসূচি,পলিথিন বর্জন নিয়ে জনসচেতনতামূলক প্রচারাভিযান।

উল্লেখ্য যে, তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পটি ২০২৩ সালে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় চালু হয়। প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট একটি করে আস্থা ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে। এ গ্রুপের প্রতিটি সদস্যই হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেন। প্রকল্পের অংশ হিসেবে প্রতি তিন মাস অন্তর এই সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।