০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

গণমাধ্যম কর্মীদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / ১৬১

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল, স্বচ্ছ ও অংশীদারিত্ব মূলক করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদের নিজস্ব সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আলোচনার শুরুতেই তিনি জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন খাতের অগ্রাধিকারের দিকগুলো তুলে ধরে বলেন—
“জেলার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম শুধু তথ্য প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং তাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা সম্ভব।”

মতবিনিসয় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মাহফুজ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ নিপু,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক,এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন খাতের উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তারা চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে আরও কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যাবলী এবং স্থানীয় বাস্তবতা তুলে ধরেন।
এছাড়া গণমাধ্যম প্রতিনিধিরা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সময় জনগণের মতামত গ্রহণ, মাঠপর্যায়ে সরেজমিনে কাজ তদারকি এবং প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে নানা দিক-নির্দেশনামূলক প্রস্তাব রাখেন।

এ সময় বক্তারা বলেন, ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। পাশাপাশি জেলা পরিষদের কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

সভায় শেষে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমকে অংশীদার হিসেবে পাশে নিয়ে জেলা পরিষদ আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

গণমাধ্যম কর্মীদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: ০৬:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল, স্বচ্ছ ও অংশীদারিত্ব মূলক করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদের নিজস্ব সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আলোচনার শুরুতেই তিনি জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন খাতের অগ্রাধিকারের দিকগুলো তুলে ধরে বলেন—
“জেলার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম শুধু তথ্য প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং তাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা সম্ভব।”

মতবিনিসয় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মাহফুজ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ নিপু,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক,এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতি ও পর্যটন খাতের উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তারা চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে আরও কার্যকর করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যাবলী এবং স্থানীয় বাস্তবতা তুলে ধরেন।
এছাড়া গণমাধ্যম প্রতিনিধিরা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সময় জনগণের মতামত গ্রহণ, মাঠপর্যায়ে সরেজমিনে কাজ তদারকি এবং প্রকল্পের স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে নানা দিক-নির্দেশনামূলক প্রস্তাব রাখেন।

এ সময় বক্তারা বলেন, ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। পাশাপাশি জেলা পরিষদের কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

সভায় শেষে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমকে অংশীদার হিসেবে পাশে নিয়ে জেলা পরিষদ আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।