শিরোনাম:
বাঘারপাড়ায় মাদক কারবারির অভিযোগে যুবক আটক
বাঘারপাড়া(যশোর): প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় ওয়ালীদ হাসান নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত সোমবার (৫ মে) রাতে উপজেলার প্রাণিসম্পদ রোডের সামাজিক বনায়ন অফিসের সামনে থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানা গেছে।
আটককৃত ওয়ালীদ হাসান উপজেলার দোহাকুলা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে। পুলিশের পক্ষ থেকে জানিয়েছে,
ওয়ালীদসহ তিন/চার জন মাদক কারবারি প্রাণিসম্পদ রোডে মাদক বেচাকেনা করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্রথমে ওয়ালীদকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।
জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে আগেও মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।