যশোরে বাঁশঝাড় থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
সাব্বির হোসেন,যশোরঃ যশোরের কোতোয়ালী মডেল থানাধীন ৮ নং দেয়াড়া ইউনিয়নের হালসা পূর্বপাড়ায় বাঁশঝাড়ের ভেতর থেকে শাহজাহান মোড়ল (৬৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৭:৩০ মিনিটের দিকে স্থানীয় কৃষক ইলতুত মোড়ল জমিতে কাজ করতে যাওয়ার সময় লাশটি দেখতে পান এবং গ্রামবাসীকে খবর দেন। পরে নিহতের শ্যালক সেলিম মন্ডল ও জাবেদ মন্ডল এসে লাশ শনাক্ত করেন।
নিহত শাহজাহান মোড়লের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার সামটা দেউলী গ্রামে। তিনি বর্তমানে শ্বশুরবাড়ি ঘোড়াদাহ এলাকায় বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে তিনি স্ত্রী আমেনা বেগমকে জানান, খবর দেখার জন্য বাইরে যাচ্ছেন। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক রাতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে তার মরদেহ বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই জয়ন্ত কুমার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।