১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

গাড়িচাপায় হেল্পারের পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন,যশোর:খুলনা-কুষ্টিয়া মহাসড়কের রাজারহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ রাহুল হোসেন (২২) নামের এক বাস হেল্পারের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ডান পা ভেঙে যাওয়ায় তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস রাজারহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক বাম পাশ দিয়ে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বাসের হেল্পার রাহুল হোসেন দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে ভেঙে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। অজ্ঞাত ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তা।

সড়কে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
২৪

গাড়িচাপায় হেল্পারের পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপডেট: ১০:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

সাব্বির হোসেন,যশোর:খুলনা-কুষ্টিয়া মহাসড়কের রাজারহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ রাহুল হোসেন (২২) নামের এক বাস হেল্পারের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ডান পা ভেঙে যাওয়ায় তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস রাজারহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক বাম পাশ দিয়ে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বাসের হেল্পার রাহুল হোসেন দুই গাড়ির মাঝখানে চাপা পড়েন। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে ভেঙে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। অজ্ঞাত ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তা।

সড়কে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।