শিরোনাম:
ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়ন ওরিয়েন্টশন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ১০৩

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারী) বিকালে গাজীর দরগা ফয়জাবাদ ফাজিল মাদরাসার হলরুমে এই ওরিয়েন্টেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন ও নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ।
সংগঠনের উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, গোলাম মোস্তফা, আবিদুর রহমান, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, মাওলানা রেজাউল ইসলামসহ সংগঠনের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।