০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

শিবগঞ্জে পতাকা বৈঠক, সীমান্তে বেড়া নির্মাণ থেকে সরে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক

নুরতাজ আলম , চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তিন দফা বিজিবি-বিএসএফ পতাকা  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেষ দফা বৈঠক শেষে কাঁটাতারের বেড়া নির্মাণ করা থেকে সরে গেছে বিএসএফ। বুধবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ের তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস এলাকায় ১২শ’ গজ এলাকায় কাঁটাতারের কোন বেড়া নেই। গত দুদিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেয়ার জন্য মাটি খনন কাজ করছিল। এতে বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তাঁরা কাজ বন্ধ করতে বাধ্য হয়। বুধবার সকালে যখন তাঁরা কাজ করার চেষ্টা করে তখনও বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানালে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করেছে এবং দুপুর ২টার দিকে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে আমরা উভয় পক্ষই সিদ্ধান্ত নিয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ’র  হেডকোয়ার্টারে চিঠি বা চুক্তিপত্র ছাড়া কোন ধরনের নির্মাণের কাজ করতে দেয়া হবে না। 

এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্তঘেষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বুধবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
১৫

শিবগঞ্জে পতাকা বৈঠক, সীমান্তে বেড়া নির্মাণ থেকে সরে গেছে বিএসএফ

আপডেট: ০১:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

নুরতাজ আলম , চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তিন দফা বিজিবি-বিএসএফ পতাকা  বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শেষ দফা বৈঠক শেষে কাঁটাতারের বেড়া নির্মাণ করা থেকে সরে গেছে বিএসএফ। বুধবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি-বিএসএফ’র অধিনায়ক পর্যায়ের তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চৌকা বিওপির অধীনস্ত পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস এলাকায় ১২শ’ গজ এলাকায় কাঁটাতারের কোন বেড়া নেই। গত দুদিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারের বেড়া দেয়ার জন্য মাটি খনন কাজ করছিল। এতে বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তাঁরা কাজ বন্ধ করতে বাধ্য হয়। বুধবার সকালে যখন তাঁরা কাজ করার চেষ্টা করে তখনও বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানালে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করেছে এবং দুপুর ২টার দিকে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে আমরা উভয় পক্ষই সিদ্ধান্ত নিয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ’র  হেডকোয়ার্টারে চিঠি বা চুক্তিপত্র ছাড়া কোন ধরনের নির্মাণের কাজ করতে দেয়া হবে না। 

এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্তঘেষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বুধবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।