খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ১০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 6282 বার
সাঈদ ইবনে হানিফ}= যশোরের বাঘারপাড়ায় এবছর ব্রী ধান-৮৭ র, বাম্পার ফলন হয়েছে। যা দেখে আগামীতে এই ধান চাষ করার আগ্রহ দেখিয়েছে অনেকে।
খবর নিয়ে জানা গেছে, উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের যে কয়জন কৃষক অন্যান্যো চাষাবাদের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ধান চাষ করে থাকেন তাদের মধ্যে রবিউল ইসলাম একজন। তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে এই বছরে ৩৪ শতক জমিতে ব্রী ধান-৮৭ রোপণ করি। অনেকটা ২৮ জাতের আকৃতির এই ধানের বাম্পার ফলন দেখে এলাকার অনেক কৃষকই আগামীতে এই ধান চাষের আগ্রহ দেখাচ্ছে।
এই এলাকার কৃষক মোঃ আব্দুল্লাহ বলেন, মাঠের অন্যান্য ধানের থেকে ব্রী ধান-৮৭ ফলন বেশি দেখা যাচ্ছে। রোগ বালাইও কম দেখছি।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা করিম খান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী বলেন, ব্রী ধান-৮৭ একটি উচ্চ ফলনশীল জাতের ধান। বাইলসহ এই ধানের গাছ প্রায় ৪ ফুট উঁচু হতে পারে।
অন্যান্য ধানের থেকে ব্রী ধান-৮৭ র রোগ বালাই কম। ধানের আকৃতি লম্বা, চাউল চিকন। অনুকূল আবহাওয়া পেলে প্রতি শতকে ২৫/৩০ কেজি পর্যন্ত ফলন হতে পারে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ভালো মানের বীজ সরবরাহ, ফসলের রোগ বালাই দমনের পরামর্শ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করার জন্য কৃষি অফিস সব সময় কৃষকের পাশে থাকবে।