০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ি জেলা পরিষদ–সনাক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৩৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সুশাসন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি বেলা রাণী দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, প্রফেসর আব্দুল লতিফ, অনিময় চাকমা, শহিদুল ইসলাম সুমন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ সনাক ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা।

সভায় বক্তারা বলেন, জেলাব্যাপী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সনাক ও জেলা পরিষদের যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান বাড়াতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনা শেষে উপস্থিত অতিথিরা নাগরিক সেবা বাড়াতে প্রয়োজনীয় সুপারিশ ও মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ি জেলা পরিষদ–সনাক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৯:১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সুশাসন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি বেলা রাণী দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, প্রফেসর আব্দুল লতিফ, অনিময় চাকমা, শহিদুল ইসলাম সুমন এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ সনাক ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা।

সভায় বক্তারা বলেন, জেলাব্যাপী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সনাক ও জেলা পরিষদের যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান বাড়াতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনা শেষে উপস্থিত অতিথিরা নাগরিক সেবা বাড়াতে প্রয়োজনীয় সুপারিশ ও মতামত তুলে ধরেন।