১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ন্যায়বিচার ও মানবাধিকারের দাবিতে খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১৩৪

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর জাস্টিস’। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এ পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

এ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা,এবং প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে দলীয় নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও আইনজীবীদের দমন করছে।”

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন,“বর্তমানে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

এছাড়াও বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর,বিএনপি নেতা অনিমেষ চাকমা রিংকু,বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম।

এ কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

দাবি ও আহ্বান:
সমাবেশ থেকে বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন আয়োজন, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

ন্যায়বিচার ও মানবাধিকারের দাবিতে খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’

আপডেট: ১০:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর জাস্টিস’। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে এ পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

এ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা,এবং প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে দলীয় নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও আইনজীবীদের দমন করছে।”

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন,“বর্তমানে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

এছাড়াও বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুর,বিএনপি নেতা অনিমেষ চাকমা রিংকু,বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম।

এ কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

দাবি ও আহ্বান:
সমাবেশ থেকে বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন আয়োজন, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।