প্রেসক্লাব যশোর বিবৃতি, কথিত কোনো তালিকা দিয়ে সাংবাদিকদের চিহ্নিত করার সুযোগ নেই
%নিজস্ব প্রতিবেদক : যশোরের সাংবাদিকদের কথিত একটি তালিকা পত্র নিয়ে সম্প্রতি নানা অপপ্রচার ও গুনজন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে এই তালিকা প্রেরণ করে সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ন এবং সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারাও করা হচ্ছে। এহেন তৎপরতার ঘটনায় প্রেসক্লাব যশোর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের নির্বাহী কমিটির সর্বশেষ সভায় এই উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রেসক্লাব যশোরের ছায়াতলে জেলার পেশাজীবী সকল সাংবাদিক ঐক্যবদ্ধ। সকল হীনমনতার উর্ধ্বে থেকে এখানকার পেশাজীবী সংবাদিকরা সবসময় ন্যায়, উন্নয়ন, প্রগতির পক্ষে এবং অন্যায়, অবিচার ও বৈষম্যের বিপক্ষে অবস্থান নিয়ে মহান পেশার মর্যাদাকে ঊর্ধ্বে ধারণ করে এগিয়ে চলেছেন।
যশোরের উন্নয়ন, সম্ভাবনা নিয়ে যশোর জেলার সাংবাদিকরা যেমন তথ্যবহুল সংবাদ পরিবেশন করেন; তেমনি সমস্যা, সঙ্কট, জনদুর্ভোগ, জনআকাঙ্খা নিয়েও প্রতিবেদন প্রচারের মাধ্যমে ভূমিকা রাখছেন।
সভা থেকে স্পষ্ট ভাষায় বলা হয়, যশোরের পেশাজীবী সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ নেই। ফলে কথিত কোনো তালিকা দিয়ে সাংবাদিকদের চিহ্নিত করারও সুযোগ নেই। প্রেসক্লাব যশোর এই ধরণের তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি যারা এ ধরণের তালিকা করে বিভ্রান্তি ছড়ানো বা বিভেদ সৃষ্টির তৎপরতা চালাচ্ছেন তাদেরকে সর্তক করে দেওয়া হচ্ছে। একইসাথে প্রশাসন বা সরকারি-বেসরকারি দপ্তরসমূহকে ‘বাতাসে ভেসে বেড়ানো’ তালিকাকে আমলে না নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে নির্বাহী কমিটির এ সভায় আরও বক্তব্য রাখেন সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্মসম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক আবদুল কাদের, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যকরী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল।
দিনব্যাপী এ সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।