১০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

৬ দফা দাবিতে যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, যশোর: কারিগরি শিক্ষার মানোন্নয়ন, ন্যায্য দাবিদাওয়া আদায় এবং পেশাগত স্বীকৃতির লক্ষ্যে ছয় দফা দাবিতে যশোরে মহাসমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত যশোরের দড়াটানা ভৈরব চত্বরে এ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী এই কর্মসূচিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল থেকেই শিক্ষার্থীরা মিছিল সহকারে ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে নিউমার্কেট চত্বর হয়ে দড়াটানা ভৈরব চত্বরে উপস্থিত হন। সেখানে তারা বিভিন্ন দাবি-দাওয়ার পক্ষে স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

১. ক্রাফট ইনস্ট্রাক্টর পদবির সংশোধন ও পদোন্নতির রায় বাতিল: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতকরণ এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি বাতিল করতে হবে।

চার বছর মেয়াদি কোর্স বহাল ও আধুনিক কারিকুলাম প্রণয়ন: ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের চার বছর মেয়াদি কাঠামো অব্যাহত রেখে, আন্তর্জাতিক মানে সিলেবাস ও কারিকুলাম প্রস্তুত করতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি সংস্কার: সব শূন্য পদে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।

উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য আধুনিক বিশ্বের আদলে পৃথক একটি বিশ্ববিদ্যালয় গেজেট আকারে প্রকাশ করতে হবে। একই সঙ্গে চারটি প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন নিশ্চিত করতে হবে।

দশম গ্রেডে পদের সংরক্ষণ: উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদ শুধুমাত্র ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে এবং প্রাইভেট সেক্টরে ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ করতে হবে।

কারিগরি সেক্টরে দক্ষ জনবল নিয়োগ: কারিগরি শিক্ষা সংস্কার কমিটি গঠন করে পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষসহ সকল দায়িত্বে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, “কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা। অন্যথায়, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আরও কঠোর আন্দোলনের সূচনা হবে।”

উল্লেখ্য, এই ছয় দফা দাবি নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন, যার অংশ হিসেবেই যশোরে এই শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৪৮

৬ দফা দাবিতে যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

আপডেট: ০৪:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সাব্বির হোসেন, যশোর: কারিগরি শিক্ষার মানোন্নয়ন, ন্যায্য দাবিদাওয়া আদায় এবং পেশাগত স্বীকৃতির লক্ষ্যে ছয় দফা দাবিতে যশোরে মহাসমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত যশোরের দড়াটানা ভৈরব চত্বরে এ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদী এই কর্মসূচিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল থেকেই শিক্ষার্থীরা মিছিল সহকারে ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে নিউমার্কেট চত্বর হয়ে দড়াটানা ভৈরব চত্বরে উপস্থিত হন। সেখানে তারা বিভিন্ন দাবি-দাওয়ার পক্ষে স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

১. ক্রাফট ইনস্ট্রাক্টর পদবির সংশোধন ও পদোন্নতির রায় বাতিল: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতকরণ এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি বাতিল করতে হবে।

চার বছর মেয়াদি কোর্স বহাল ও আধুনিক কারিকুলাম প্রণয়ন: ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের চার বছর মেয়াদি কাঠামো অব্যাহত রেখে, আন্তর্জাতিক মানে সিলেবাস ও কারিকুলাম প্রস্তুত করতে হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি সংস্কার: সব শূন্য পদে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।

উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য আধুনিক বিশ্বের আদলে পৃথক একটি বিশ্ববিদ্যালয় গেজেট আকারে প্রকাশ করতে হবে। একই সঙ্গে চারটি প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন নিশ্চিত করতে হবে।

দশম গ্রেডে পদের সংরক্ষণ: উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদ শুধুমাত্র ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে এবং প্রাইভেট সেক্টরে ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ করতে হবে।

কারিগরি সেক্টরে দক্ষ জনবল নিয়োগ: কারিগরি শিক্ষা সংস্কার কমিটি গঠন করে পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষসহ সকল দায়িত্বে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, “কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা। অন্যথায়, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আরও কঠোর আন্দোলনের সূচনা হবে।”

উল্লেখ্য, এই ছয় দফা দাবি নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন, যার অংশ হিসেবেই যশোরে এই শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়