শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই দিনমজুরের পরিবারকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন
নুরতাজ আলম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই দিনমজুরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী নিহতদের বাড়িতে গিয়ে দুই দিনমজুরের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা করে তুলে দেন ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কানসাট ইউপি চেয়ারম্যান সেফাউল মুলকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী জানান, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রদত্ত এই অর্থ কিছুটা হলেও সহায়তা দেবে নিহত দিনমজুরদের পরিবারে।
প্রসঙ্গত, ১৬ এপ্রিল (বুধবার) দুপুরে সিলেটের হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জের শিবপাশা হাওরে ধান কাটার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মনিরুল ইসলাম (২২) এবং কফিল উদ্দিন (৪৫) দুই দিনমজুর মারা যান।