১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারে পাশের পুরাতন কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তা বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল ১১টার সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যান চালক আহত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান গেটের সামনে রাস্তার পাশে একটি কৃষ্ণচুড়া গাছের বড় ডাল হঠাৎ করে চলন্ত একটি ট্রাক (যশোর ট ১১-৬০৪২) এর উপর ভেঙে পড়লে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পন্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর থেকে গাছটি করাত দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল সরিয়ে ফেলা হয়েছে।

শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন বলেন, মহাসড়কের পাশে আমরা এইরকম পুরাতন গাছ চাই না। এমন ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরিবেশবিদদের কাছে আমাদের একান্ত দাবি মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো দ্রুত কেটে ফেলা হোক।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
৪৫

যশোর-বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লো গাছ

আপডেট: ০৪:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারে পাশের পুরাতন কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তা বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল ১১টার সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যান চালক আহত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারন বাজারের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান গেটের সামনে রাস্তার পাশে একটি কৃষ্ণচুড়া গাছের বড় ডাল হঠাৎ করে চলন্ত একটি ট্রাক (যশোর ট ১১-৬০৪২) এর উপর ভেঙে পড়লে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’দিকে বেনাপোল স্থলবন্দরের পন্যবাহী ট্রাকসহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর থেকে গাছটি করাত দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল সরিয়ে ফেলা হয়েছে।

শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন বলেন, মহাসড়কের পাশে আমরা এইরকম পুরাতন গাছ চাই না। এমন ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরিবেশবিদদের কাছে আমাদের একান্ত দাবি মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো দ্রুত কেটে ফেলা হোক।