গদখালী বাজারে একজন চাঁদাবাজি ও মারধর এর শিকার, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছার গদখালী বাজারে চাঁদাবাজি ও মারধরের শিকার হয়েছেন পানিসারা গ্রামের মীর পাড়ার মৃত জামশেদ আলীর ছেলে মীর তৌহিদ হোসেন (৩৬)। এ ঘটনায় গদখালি পটুয়াপাড়ার শহিদুল ইসলামের ছেলে আজিম হোসেন (২৫) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন এর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তৌহিদ হোসেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি গদখালি বাজারে বাবুর ফটোকপির দোকানে ফটোকপি করতে যান। ওই সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীগন তার কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে এলোপাতাড়ি লাথি, ঘুষি, চড় এবং কাঠের লাঠি দিয়ে মারধর করে, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কাছে থাকা ৭,৩০০ টাকা ছিনিয়ে নেয়।
মীর তৌহিদ হোসেন অভিযোগে আরও উল্লেখ করেন যে, তার উপর আক্রমণকারীরা গদখালী বাজার ও পানিসারা ফুলমোড় এলাকায় আগত দর্শনার্থীদের সাথে চাঁদাবাজি, ইভটিজিং, নারী কেলেঙ্কারি, এবং অন্যান্য উচ্ছৃঙ্খল আচরণ করে। গত ৩ এপ্রিল পানিসারা মোড়ের মারামারির ঘটনায়ই এরা জড়িত ছিলো। কিছুদিন আগে তারা গদখালী বাজারে আবেদীনের ছেলে জুয়েল (২২)কে লাঠি সোটা নিয়ে ধাওয়া করে। আসামিরা প্রায়শই গদখালী বাজার ও পানিসারা ফুলমোড়ে অপরাধীরা দেশিয় অস্ত্র, হকিস্টিক প্রদর্শন করে। যা সাধারণ মানুষের মধ্যে ভয় এবং আতংক সৃষ্টি করছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানিয়েছেন, অভিযোগটি ডিউটি অফিসার এর কাছে জমা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।