যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, হতাহতের খবর নেই
সাব্বির হোসেন,যশোর : যশোর সদর উপজেলার বাঁশতলা এলাকায় “মেসার্স বনরূপা ফার্নিচার” নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৯ এপ্রিল) ভোররাতে আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় পাশের একটি মসজিদের মুসল্লিরা দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দোকানে থাকা তৈরি ফার্নিচার, মূল্যবান কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মালিক মোঃ শফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। দোকানে প্রায় সব কিছুই পুড়ে গেছে। এখন আমি শুধু আশা করছি, দ্রুত তদন্ত করে আগুনের কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত বনরূপা ফার্নিচারের মালিক মোঃ শফিকুল ইসলাম (৫৭), পিতা- মৃত খলিলুর রহমান, গ্রাম রায়পাড়া, পুরাতন কসবা, যশোর সদর।