গাঁজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে যশোরের বসুন্দিয়ায় নো-ওয়ার্ক নো-স্কুল কর্মসূচি পালিত
সাঈদ ইবনে হানিফ : ৭ই এপ্রিল (সোমবার) বিকেলে এলাকাবাসীর উদ্যোগে বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় গাঁজায় মুসলিম গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে কার্য্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কাঁচা বাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের বসুন্দিয়া ইউনিয়ন সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা শাহ আলম, বাজার কমিটির সভাপতি ইউসুফ বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদ বিশ্বাস, বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা তবিবুর রহমান, মিছিল ও সমাবেশ পরিচালনা করেন, মোঃ আব্দুল আলীম।
এসময় বক্তারা ইসরাইলী সকল প্রকার পন্য সামগ্রী বর্জনের জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান।